Member Login

Any Questions? +8801844046600

Apply for Membership


কেন জাবিয়ান ক্লাবের সদস্য হবেন?

জাবিয়ান ক্লাব লিমিটেড কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সালের আইন xviii) ২৯ নং ধারার অধীনে নিবন্ধিত হবার জন্য আবেদিত। আমাদের উদ্দেশ্য হলো বিনোদনের একটি মনোরম সুযোগ-সুবিধা তৈরি করা যাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা দৈনন্দিন জীবনের জটিলতা এবং ব্যস্ততার মধ্যে এক মরূদ্যান খুঁজে পান। এটি সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ সহযোগিতা এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি করবে যা পরিশেষে, যেমনটা অ্যারিস্টটল বলেছেন, তাদের জীবনে ইউডেমোনিয়া অর্জনে সহায়তা করবে।

জাবিয়ান ক্লাব লিমিটেডের ক্লাব সদস্য সংখ্যা যতো খুশী ততো নয়। শুধুমাত্র আগে আসলে আগে রেজিস্ট্রেশন করা হবে। কোটা শেষ হয়ে গেলে আফসোস করা ছাড়া উপায় থাকবে না।
আফসোস কেন? কেন অপেক্ষা?
আজই সদস্য হয়ে যান


সদস্যপদ যোগ্যতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একজন প্রাক্তন ছাত্র যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগ থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেছেন এবং অতীতের কোনো নৈতিকস্খলনের নিজির নেই অথবা কোনো সংস্থা বা কর্তৃপক্ষের দ্বারা কালো তালিকাভুক্ত হননি এমন ব্যক্তি।


আবেদনের সময় কি কি প্রয়োজন?
(No pdf file. Only Image)

  1. জাবি থেকে স্নাতক সনদ অথবা সমতুল্য প্রমাণ
  2. জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট
  3. আবেদনকারীর ছবি
  4. একজন নমিনি যার বৃত্তান্ত, পরিচয়পত্র ও ছবি
  5. টিআইএন


আবেদন প্রক্রিয়া

ধাপ-১ (এক)
অনলাইন-আবেদনপত্র পূরণ করা। আবেদনের সময় প্রয়োজন আপনার ক) ব্যক্তিগত প্রাথমিক তথ্য, এনআইডি বা পাসপোর্ট এবং ছবি সহ সদস্যপদ, খ) শিক্ষাগত অর্জন এবং জাবি স্নাতকের প্রমাণ/ সনদ, গ) পৈত্রিক স্থায়ী ও আবাসিক ঠিকানা, ঘ) পারিবারিক তথ্য এবং তাদের ছবি, ঙ) নমিনীর বিবরণ এবং ছবি, চ) পেশা এবং কাজের বিবরণ, বিজনেস কার্ডের সাথে (যদি থাকে) ছ) আয়কর নিবন্ধন নাম্বার, জ) অন্য কোনো ক্লাব/ সমিতি/ সংগঠনের সাথে সংশ্লিষ্টতা থাকলে তাঁর তথ্য।
ধাপ-২ (দুই)
ক্লাবের ৩ জন নিয়মিত সদস্য দ্বারা আবেদনপত্র সুপারিশ করানো। এটি সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ক্লাবের ৫ জন সম্মানিত সদস্যকে আপনি আপনার সেকেন্ডার/ সুপারিশদাতা নির্বাচন করতে পারবেন একটা তালিকা থেকে। আপনি নির্বাচন করে চূড়ান্ত করলেই, তারা সবাই একটি ইমেলে আপনার অনুরোধটি পেয়ে যাবে একটা ইমেইলের মাধ্যমে। এবং আপনার অনুরোধ অনুমোদন করার জন্য একটি লিঙ্ক পাবে। এই ৫ জনের মধ্যে ৩ জন লিঙ্কের মাধ্যমে সুপারিশ করলেই এই পর্ব সফল হবে। সকল তথ্য ইমেইলের মাধ্যমে অবহিত করা হবে।
ধাপ-৩ (তিন)
ক্লাব ওয়েবসাইট থেকে সফল আবেদনপত্রটি প্রিন্ট করা। সাধারণত সকল তথ্যই এখানে টাইপ করা থাকবে। হাতে লেখার কিছু নেই বললেই চলে। সিস্টেম দ্বারা এমবেড করা একটি QR কোড সহ সফল আবেদনপত্রে অবশ্যয়ই থাকতে হবে।
ধাপ-৪ (চার)
সদস্য-কমিটি বা ক্লাবের কার্যনির্বাহী কমিটি কর্তৃক আবেদনের অনুমোদন।
ধাপ-৫ (পাঁচ)
অনুমোদন পাওয়ার পর একজন আবেদনকারী সদস্যপদ ফি জমা দেওয়ার জন্য ক্লাব অফিস থেকে একটি ডিমান্ড নোট পাবেন। সদস্য ফি জমা না হওয়া পর্যন্ত সদস্যপদ অসম্পূর্ণ থাকবে।

Contact Jabian

Touchstone Terrace Flat B1 House 29 Road 9 Block G Banani Dhaka-1213

(+88) 01844046600

info@jabianclub.org