Member Login
Any Questions? +8801844046600
জাবি থেকে স্নাতক ডিগ্রিধারী, যার পূর্বের কোনো নৈতিক স্খলনের নজির নেই এবং ক্লাবের তিনজন আজীবন সদস্য তাকে সমর্থন করেছেন।
A past graduate of JU who has no record of previous moral turpitude and seconded by 3 other club members consisting one subscriber member and one life member of the club
এই মুহূর্তে আজীবন-সদস্যপদ একমাত্র ধরন। অন্যান্য সদস্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাকে পরে জানানো হবে। এই মুহূর্তে, অর্থাৎ প্রতিষ্ঠাকালে এবং ক্লাবের নিবন্ধনের পূর্বে, যারা আজীবন-সদস্য হচ্ছেন শুধুমাত্র সেই সম্মানিত সদস্যগণ প্রতিষ্ঠাকালীন-সদস্য হিসেবে গণ্য হবেন।
Life Membership is the only option available now. Other membership details will be shared with you later. These Life Members are only those who are listed as founder members.
প্রতিষ্ঠাকালীন আজীবন-সদস্য হিসেবে তালিকাভুক্ত ও যথাযথ নিয়মে নিবন্ধিতদের জন্য সদস্যপদের ফি প্রাথমিকভাবে এককালীন ১,০০,০০০ টাকা (এক লক্ষ টাকা) মাত্র নির্ধারিত হয়েছে। এছাড়া অন্যান্য সদস্যপদের ফি পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে।
An amount of BDT 100,000 for Life Members only who were initially listed as the Founder Members. Other membership fees will be decided in due process subsequently.
আপনি যদি "সবাই" শব্দটি দ্বারা পূর্ববর্তী সকল স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিকে বোঝান, তবে দয়া করে লক্ষ্য করুন যে, এই ক্লাবের সদস্যদের মোট সংখ্যা অসীম নয়। অর্থাৎ এর একটি সীমাবদ্ধতা রয়েছে, যা এই মুহূর্তে ১,০২৩ জনের বেশি নয়।
What do you mean by “All”? If you are referring to all past graduates with the word, “All” please note that there is a restriction of total number of members in this club which is at this moment not more than 1,023
জি, অবশ্যয়ই আছে । সকল প্রতিষ্ঠাকালীন আজীবন-সদস্য নিবন্ধিত হয়ে যাওয়ার পর আমরা এ বিষয়ে আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে আলোচনা করে দিন-ক্ষণ, স্থান ইত্যাদি নির্ধারণ করব।
Yes. We will discuss the scopes after registering all the members.
দুঃখিত, আমরা আজ অব্দি ক্লাবের কোন উপযুক্ত স্থান খুঁজে পাই নি। তবে এই মুহূর্তে আমরা একটা ক্লাব অফিস স্থাপন করেছি বনানীতে। তবে আমরা এই মুহূর্তে একটি উপযুক্ত স্থানের সন্ধানে আছি, তাই অনতিবিলম্বে একটি চমৎকার স্থানও নির্ধারিত হয়ে যাবে বলে আমরা আশাবাদী। আপনিও পারেন আমাদের এ বিষয়ে আপনার মূল্যবান মতামত এবং সহায়তা প্রদান করতে পারেন।
No. At this moment we are in search of a suitable property.
এখন শুধু কার্যনির্বাহী কমিটি বিদ্যমান, তবে ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ১১টি অন্যান্য কমিটির বিধান রয়েছে। প্রতিষ্ঠাকালীন সকল আজীবন সদস্যের নিবন্ধন যথাযথভাবে সম্পন্ন হলেই তাদেরকে সাথে নিয়ে সমস্ত কমিটি গঠন করা হবে।
Only the Executive Committee exists at this moment. There is a provision for 11 other Committees to run the club affairs. All Committees will be completed once the membership registration has been completed.