Member Login
Any Questions? +8801844046600
Message from the President of Jabian Club Limited

FAHMIDA AKTER KHATUN, PhD
জাবিয়ান ক্লাব লিমিটেডের সম্মানিত সদস্য ও সকল জাবিয়ানবৃন্দ
আজ নতুন বছরের প্রথম প্রভাতে, আমরা একত্রে স্বপ্ন, সাফল্য ও সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে যাই। গত বছরটি ছিল আমাদের জন্য অর্জন, সংহতি ও অগ্রযাত্রার এক অনন্য অধ্যায়। নতুন বছরে আমরা আরও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাব—জাবিয়ান ক্লাবের লক্ষ্য ও মূল্যবোধকে সামনে রেখে।
বাংলা ১৪৩২ হোক আমাদের সৃজনশীলতা, সহযোগিতা ও সামষ্টিক উন্নয়নের বছর। এই ক্লাব যেমন আমাদের মেলবন্ধনকে শক্তিশালী করে, তেমনি প্রতিটি সদস্যের ব্যক্তিগত ও পেশাগত জীবন সমৃদ্ধশালী হয়ে উঠুক।
আপনাদের অবদান, শ্রম ও ভালোবাসাই এই পরিবারকে অনন্য করে তুলবে সেই প্রতাশায় নতুন বছর সকলের জীবনে সুস্থতা, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করি।
শুভ নববর্ষ!
Warm regards,
FAHMIDA AKTER KHATUN, PhD
President, Jabian Club Limited
April 14, 2025